1. উঠ, আলোকিত হও, কেননা তোমার আলো উপস্থিত,মাবুদের মহিমা তোমার উপরে উদিত হল।
2. কেননা, দেখ, অন্ধকার দুনিয়াকে,ঘোর অন্ধকার জাতিদেরকে আচ্ছন্ন করছে,কিন্তু তোমার উপরে মাবুদ উদিত হবেনএবং তাঁর মহিমা তোমার উপরে দৃষ্ট হবে।
3. আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।