ইশাইয়া 48:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কারণ আমি জানতাম যে, তুমি অবাধ্য,তোমার ঘাড় লোহার শলাকার মত,তোমার কপাল ব্রোঞ্জের;

5. এজন্য আমি আগে থেকে তোমাকে তার সংবাদ দিয়েছি,উপস্থিত হবার আগে তা তোমাকে শুনিয়েছি;পাছে তুমি বল, আমার মূর্তি এই করেছে,আমার খোদাই-করা মূর্তি ও আমার ছাঁচে ঢালা মূর্তি এই হুকুম দিয়েছে।

6. তুমি শুনেছ, এ সব দেখ;তোমরা কি তা জানাবে না?এখন থেকে আমি তোমাকে নতুন নতুন কথা শোনাই,সেসব নিগূঢ়, তুমি জানতে পার নি।

ইশাইয়া 48