ইশাইয়া 48:20-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তোমরা ব্যাবিলন থেকে বের হও;কল্‌দীয়দের মধ্য থেকে পালিয়ে যাও,আনন্দগানের রবসহকারে এই প্রচার কর,এই সংবাদ দাও, দুনিয়ার সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ কর;তোমরা বল, মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।

21. তিনি যখন শুকনো স্থান দিয়ে তাদেরকে নিয়ে গেলেন,তারা তৃষ্ণার্ত হল না,তিনি তাদের জন্য শৈল থেকে স্রোত বহালেন;তিনি শৈল ভেদ করলেন, পানি প্রবাহিত হল।

22. মাবুদ বলেন, দুষ্ট লোকদের কোনই শান্তি নেই।

ইশাইয়া 48