8. অতএব এখন, হে বিলাসিনী! তুমি এই কথা শোন,তুমি নির্ভয়ে বসে আছ, মনে মনে বলছো,আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই,আমি বিধবা হয়ে বসবো না, সন্তান হারাবার ব্যথা পাব না।
9. কিন্তু সন্তান হারানো ও বিধবা হওয়া,এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটবে;তোমার অনেক মায়াবীত্বর ও নানা রকম ইন্দ্রজালের প্রাচুর্য থাকলেওউভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসবে।
10. তুমি তোমার দুষ্টতায় নির্ভর করেছ,তুমি বলেছ, কেউ আমাকে দেখতে পায় না;তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করেছে;তুমি মনে মনে বলেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই।
11. এজন্য দুর্দশা তোমার উপরে আসবে,তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না;তোমার উপরে বিপদ এসে পড়বে,তুমি তার প্রতিবিধান করতে পারবে না;তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে,অথচ তুমি তার কিছু জান না।