1. হে উপকূলগুলো, আমার সাক্ষাতে নীরব হও; লোকবৃন্দ নতুন বল পাক; তারা কাছে আসুক, পরে কথা বলুক; আমরা একত্র হয়ে বিচার করবো।
2. কে পূর্বদিক থেকে এক জনকে উত্তেজিত করলো? তিনি ধর্মশীলতায় তাকে ডেকে নিজের অনুগামী করেন; তিনি জাতিদেরকে তার সম্মুখে দেবেন, বাদশাহ্দের উপর তাকে কর্তৃত্ব করাবেন, তিনি ধূলির মত তাদেরকে তার তলোয়ারের সম্মুখে দেবেন, বাতাসে ওড়া নাড়ার মত তার ধনুকের সম্মুখে দেবেন।