14. তালচোঁচ ও সারসের মত আমি চিঁচিঁ আওয়াজ করছিলাম,ঘুঘুর মত কাতরোক্তি করছিলাম;উপর দিকে দৃষ্টিপাত করতে করতে আমার চোখ ক্ষীণ হল;হে মাবুদ, আমি নির্যাতিত, তুমি আমার সহায় হও।
15. আমি কি বলবো? তিনি আমাকে বললেন,এবং নিজেই সাধন করলেন;আমার প্রাণের তিক্ততার কারণে অবশিষ্ট সমস্ত বছর আমি ধীরে ধীরে গমন করবো।
16. হে মালিক, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে,কেবল এতেই আমার রূহের জীবন;আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।
17. দেখ, আমার শান্তির জন্যই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হল;কিন্তু তুমি প্রেমে আমার প্রাণকে বিনাশকূপ থেকে উদ্ধার করলে,তুমি তো আমার সমস্ত গুনাহ্ তোমার পিছনে ফেলেছ।
18. পাতাল তো তোমার প্রশংসা-গজল করে না;মৃত্যু তোমার প্রশংসা করে না;পাতালবাসীরা তোমার বিশ্বস্ততার অপেক্ষা করে না।
19. জীবিত, জীবিত লোকই তোমার প্রশংসা-গজল করবে,আমি যেমন আজ করছি;পিতা সন্তানদেরকে তোমার বিশ্বস্ততার কথা জানাবে।
20. মাবুদ আমাকে নিস্তার করবেন;এবং আমরা তারযুক্ত যন্ত্রে কাওয়ালী গাইব,যত দিন জীবিত থাকি, মাবুদের গৃহে গাইব।
21. ইশাইয়া বলেছিলেন, ডুমুরফলের চাপ নিয়ে ছেঁচে স্ফোটকের উপরে প্রলেপ দেওয়া হোক, তাতে তিনি বাঁচবেন।
22. আর হিষ্কিয় বলেছিলেন, আমি যে মাবুদের গৃহে উঠতে পারব, এর চিহ্ন কি?