10. আমি বললাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের তোরণদ্বারে প্রবেশ করবো,আমার অবশিষ্ট বছরগুলো থেকে বঞ্চিত হলাম।
11. আমি বললাম, আমি মাবুদকে জীবিতদের দেশে তাঁকে আর দেখব না,দুনিয়ার নিবাসী মানুষকেও আর দেখব না।
12. ভেড়ার রাখালের তাঁবুর মত আমার আবাস উঠিয়ে আমার কাছ থেকে নিয়ে নেওয় হল;আমি তন্তুবায়ের মত আমার আয়ু গুটালাম;তিনি তাঁত থেকে আমাকে কেটে ফেললেন;তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।
13. আমি সকাল পর্যন্ত নীরব থাকলাম;তিনি সিংহের মত আমার সমস্ত অস্থি চূর্ণ করলেন;তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।