1. মরুভূমি ও শুকনা স্থান আমোদ করবে,মরুভূমি উল্লসিত হবে, গোলাপের মত উৎফুল্ল হবে।
2. সে অনেক পুষ্পের দরুন উৎফুল্ল হবে,আর আনন্দ ও গান সহকারে উল্লাস করবে;তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ,কর্মিলের ও শারোণের শোভা;তারা দেখতে পাবে মাবুদের মহিমা,আমাদের আল্লাহ্র শোভা।