ইশাইয়া 3:19-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. ঝুম্‌কা, চুড়ি, ঘোমটা,

20. ললাটভূষণ, পায়ের মল, কোমরের রেশমী ফিতা, আতরের শিশি, বাজু,

21. আংটি ও নাকের নোলক,

22. চিত্রিত কোর্তা, ঘাগরা, শাল, টাকার থলি,

23. আয়না, মসীনার কাপড়, পাগড়ী ও ওড়না কেড়ে নেবেন।

24. আর সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ, ফিতার পরিবর্তে দড়ি, সুন্দর কেশবিন্যাসের পরিবর্তে কেশহীন মাথা, চাদরের পরিবর্তে চটের কাপড় ও সৌন্দর্যের পরিবর্তে দাগ হবে।

ইশাইয়া 3