ইশাইয়া 21:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. কেননা তারা তলোয়ারের সম্মুখ থেকে, খোলা তলোয়ারের, বাঁকানো ধনুকের ও প্রচণ্ড যুদ্ধের সম্মুখ থেকে পালিয়ে গেল।

16. বস্তুত প্রভু আমাকে এই কথা বললেন, বেতনজীবীর বছরের মত আর এক বছরের মধ্যে কায়দারের সমস্ত প্রতাপ শেষ হয়ে যাবে;

17. আর কায়দার-বংশীয় বীরদের মধ্যে অল্প তীরন্দাজ মাত্র অবশিষ্ট থাকবে, কারণ মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেছেন।

ইশাইয়া 21