ইশাইয়া 15:3-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. পথে পথে তাদের লোক চট পরেছে; তাদের ছাদের উপরে ও চকের মধ্যে সমস্ত লোক হাহাকার করছে, কান্নাকাটি করে যেন গলে পড়ছে।

4. হিষ্‌বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের আর্তনাদ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সেজন্য মোয়াবের যোদ্ধারা আর্তনাদ করছে; তার প্রাণ তার মধ্যে কাঁপছে।

5. মোয়াবের জন্য আমার হৃদয় কাঁদছে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়ায় যাচ্ছে; তারা কাঁদতে কাঁদতে লূহীতের আরোহণ-পথ দিয়ে উঠছে, হোরোণয়িমের পথে বিনাশসূচক আর্তনাদ করছে।

6. নিম্রীমের সমস্ত পানি নষ্ট হয়ে গেছে; ঘাস শুকিয়ে গেছে, কচি ঘাস শেষ হয়ে গেছে, সবুজ রংয়ের কিছুই নেই।

ইশাইয়া 15