ইশাইয়া 14:21-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. তোমরা ওর সন্তানদের জন্য বধ্যস্থান প্রস্তুত কর,ওদের পূর্বপুরুষদের অপরাধের জন্য;তারা উঠে দুনিয়া অধিকার না করুক,দুনিয়াকে নগরে পরিপূর্ণ না করুক।

22. আর বাহিনীগণের মাবুদ বলেন, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব; আমি ব্যাবিলনের নাম ও অবশিষ্টাংশ, পুত্র ও পৌত্রকে মুছে ফেলব, মাবুদ এই কথা বলেন।

23. আর আমি ঐ নগর শজারুদের জায়গা ও জলাভূমি করবো, ধ্বংসের ঝাঁটা দিয়ে আমি তাকে ঝাড়ু দেব, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।

24. বাহিনীগণের মাবুদ শপথ করে বলেছেন, অবশ্যই, আমি যেমন সঙ্কল্প করেছি, তেমনি ঘটবে; আমি যে মন্ত্রণা করেছি, তা স্থির থাকবে।

ইশাইয়া 14