1. আর ইয়াসিরের গুঁড়ি থেকে একটি তরুশাখা বের হবেন ও তার মূল থেকে উৎপন্ন এক শাখা ফল প্রদান করবেন।
2. আর মাবুদের রূহ্— জ্ঞান ও বিবেচনার রূহ্, মন্ত্রণা ও পরাক্রমের রূহ্, জ্ঞান ও মাবুদ-ভয়ের রূহ্— তাঁতে অবস্থিতি করবেন; আর তিনি মাবুদ-ভয়ে আমোদিত হবেন।
3. তিনি চোখের দৃষ্টি অনুসারে বিচার করবেন না, কানে যা শুনবেন সেই অনুসারে নিষ্পত্তি করবেন না;