ইশাইয়া 10:5-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. ধিক্‌ আসেরিয়াকে! সে আমার ক্রোধের দণ্ড! সে সেই লাঠি, যার হাতে আমার কোপ।

6. আমি তাকে এক আল্লাহ্‌বিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমার গজব-পাত্র লোকদের বিরুদ্ধে হুকুম দেব, যেন সে লুট করে ও লুণ্ঠিত দ্রব্য নিয়ে যায় ও তাদেরকে পথের কাদার মত পায়ে মাড়ায়।

7. কিন্তু তার সঙ্কল্প সেই রকম নয়, তার হৃদয় তা ভাবে না; বরং সর্বনাশ করা এবং অনেক জাতিকে উচ্ছিন্ন করা তার মনস্কামনা।

8. কারণ সে বলে, ‘আমার শাসনকর্তারা কি সকলে বাদশাহ্‌ নন?

9. কল্‌নো কি কর্কমীশের মত নয়? হমাৎ কি অর্পদের মত নয়? সামেরিয়া কি দামেস্কের মত নয়?

10. সেসব মূর্তির রাজ্য আমার হস্তগত হয়েছে, সেগুলোর খোদাই-করা মূর্তি জেরুশালেম ও সামেরিয়ার মূর্তিগুলো অপেক্ষা উত্তম;

11. আমি সামেরিয়া ও তার মূর্তিগুলোর প্রতি যেমন করেছি, জেরুশালেম ও তার মূর্তিগুলোর প্রতিও কি তেমন করবো না?’

12. অতএব এরকম ঘটবে; সিয়োন পর্বতে ও জেরুশালেমে প্রভু তাঁর সমস্ত কাজ সমাপ্ত করার পর আমি আসেরিয়ার বাদশাহ্‌র উদ্ধত গর্বের ও গর্বিত দর্পের প্রতিফল দেব।

ইশাইয়া 10