9. সেখানে তোমাদের পূর্বপুরুষেরাআমাকে যাচাই করলোএবং চল্লিশ বছর ধরে আমার কাজগুলোদেখেও আমায় পরীক্ষা করলো;
10. এজন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্টহলাম,আর বললাম, এরা সব সময় অন্তরেভ্রান্ত হয়;আর তারা আমার পথ জানল না;
11. তখন আমি আপন ক্রোধে এই শপথকরলাম,এরা আমার বিশ্রামস্থানে প্রবেশকরবে না।”