ইবরানী 3:3-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. বস্তুত গৃহ নির্মাতা যেমন গৃহের চেয়ে বেশি সম্মান পান, ঈসা ঠিক একইভাবে মূসার চেয়ে বেশি গৌরবের যোগ্যপাত্র বলে গণিত হয়েছেন।

4. কেননা প্রত্যেক গৃহ কারো দ্বারা তৈরি হয়, কিন্তু যিনি সকলই তৈরি করেছেন তিনি আল্লাহ্‌।

5. আর মূসা আল্লাহ্‌র সমস্ত গৃহের মধ্যে সেবাকারী হিসেবে বিশ্বস্ত ছিলেন; ভবিষ্যতে যে সব বিষয় বলা হবে, যেন সেই সব বিষয়ে সাক্ষ্য দান করেন;

6. কিন্তু মসীহ্‌ তাঁর গৃহের উপরে পুত্র হিসেবে বিশ্বস্ত ছিলেন; আর আমরাই তাঁর সেই গৃহ, যদি আমরা আমাদের গর্বের বস্তু সেই প্রত্যাশাকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধারণ করি।

7. অতএব পাক-রূহ্‌ যেমন বলেন,“আজ যদি তোমরা তাঁর স্বর শুনতে পাও,

8. তবে নিজ নিজ অন্তর কঠিন করো না,যেমন সেই বিদ্রোহ স্থানে,মরুভূমির মধ্যে সেই পরীক্ষার দিনেঘটেছিল;

9. সেখানে তোমাদের পূর্বপুরুষেরাআমাকে যাচাই করলোএবং চল্লিশ বছর ধরে আমার কাজগুলোদেখেও আমায় পরীক্ষা করলো;

10. এজন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্টহলাম,আর বললাম, এরা সব সময় অন্তরেভ্রান্ত হয়;আর তারা আমার পথ জানল না;

11. তখন আমি আপন ক্রোধে এই শপথকরলাম,এরা আমার বিশ্রামস্থানে প্রবেশকরবে না।”

ইবরানী 3