ইবরানী 10:37-39 কিতাবুল মোকাদ্দস (BACIB)

37. কারণ“আর অতি অল্পকাল বাকি আছে,যিনি আসছেন, তিনি আসবেন,বিলম্ব করবেন না।

38. কিন্তু আমার ধার্মিক ব্যক্তি ঈমানেরমধ্য দিয়েই বাঁচবে,আর যদি সরে পড়ে,তবে আমার প্রাণ তাতে প্রীত হবে না।”

39. কিন্তু আমরা বিনাশের জন্য সরে পড়বার লোক নই, বরং প্রাণ-রক্ষার জন্য ঈমানের লোক।

ইবরানী 10