16. আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থিরকরবো,আমি তাদের অন্তরে আমার শরীয়ত দেব,আর তাদের হৃদয়ে তা লিখব,”
17. তারপর তিনি বলেন,“এবং তাদের গুনাহ্ ও অধর্মগুলোআর কখনও স্মরণে আনবো না।”
18. তাই, যে স্থলে এই সকল মাফ করা হয়, সেই স্থলে গুনাহ্র জন্য নৈবেদ্য বলে আর কিছু নেই।
19. অতএব, হে ভাইয়েরা, ঈসা আমাদের জন্য যে ‘পর্দা’ দিয়ে অর্থাৎ আপন দেহের মধ্য দিয়ে, যে জীবন্ত পথ খুলে দিয়েছেন,