ইবরানী 1:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তুমি কাপড়ের মত সেসব গুটিয়েরাখবে,কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে;কিন্তু তুমি যে, সেই আছএবং তোমার বছরগুলো কখনও শেষহবে না।”

13. কিন্তু তিনি কোন ফেরেশতাকে কি কোন সময়ে বলেছেন,“তুমি আমার ডান পাশে বস,যতক্ষণ না আমি তোমার দুশমনদেরকেতোমার পায়ের তলায় রাখি”?

14. ফেরেশতারা কি সকলে সেবাকারী রূহ্‌ নন? যারা নাজাতের অধিকারী হবে, তাঁরা কি তাদের পরিচর্যার জন্য প্রেরিত হন নি?

ইবরানী 1