ইউহোন্না 8:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. হুজুর, এই স্ত্রীলোকটা জেনা করা অবস্থায় ধরা পড়েছে।

5. শরীয়তে মূসা এই রকম লোককে পাথর মারবার হুকুম আমাদেরকে দিয়েছেন, তবে আপনি কি বলেন?

6. তারা তাঁকে পরীক্ষা করার জন্য এই কথা বললো, যেন তাঁর নামে দোষারোপ করার সূত্র পেতে পারে। কিন্তু ঈসা হেঁট হয়ে আঙ্গুল দিয়ে ভূমিতে লিখতে লাগলেন।

ইউহোন্না 8