ইউহোন্না 8:35-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

35. আর গোলাম বাড়িতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন।

36. অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতভাবে স্বাধীন হবে।

37. আমি জানি, তোমরা ইব্রাহিমের বংশ; কিন্তু আমাকে হত্যা করতে চেষ্টা করছো, কারণ আমার কালাম তোমাদের অন্তরে স্থান পায় না।

38. আমার পিতার কাছে আমি যা যা দেখেছি, তা-ই বলছি; আর তোমাদের পিতার কাছে তোমরা যা যা শুনেছ, তা-ই করছো।

ইউহোন্না 8