ইউহোন্না 7:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এই সকলের পরে ঈসা গালীলে চলাফেরা করতে লাগলেন, কেননা ইহুদীরা তাঁকে হত্যা করার চেষ্টা করায় তিনি এহুদিয়াতে যেতে চাইলেন না।

2. এদিকে ইহুদীদের কুটিরবাস ঈদ সন্নিকট হল।

3. অতএব তাঁর ভাইয়েরা তাঁকে বললো, এই স্থান থেকে প্রস্থান কর, এহুদিয়াতে চলে যাও; যেন তুমি যা যা করছো, তোমার সেসব কাজ তোমার সাহাবীরাও দেখতে পায়।

ইউহোন্না 7