8. তারপর আমি তোমাদের জর্ডানের অন্যপার-নিবাসী আমোরীয়দের দেশে আনলাম; তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করলো; আর আমি তোমাদের হাতে তাদের অর্পণ করলাম, তাতে তোমরা তাদের দেশ অধিকার করলে; এভাবে আমি তোমাদের সম্মুখ থেকে তাদের বিনষ্ট করলাম।
9. পরে সিপ্পোরের পুত্র মোয়াবের বাদশাহ্ বালাক উঠে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো এবং লোক পাঠিয়ে তোমাদের বদদোয়া দেবার জন্য বিয়োরের পুত্র বালামকে ডেকে আনলো।
10. কিন্তু আমি বালামের কথায় কান দিতে সম্মত হলাম না, তাতে সে তোমাদের কেবল দোয়াই করলো; এভাবে আমি তার হাত থেকে তোমাদের উদ্ধার করলাম।
11. পরে তোমরা জর্ডান পার হয়ে জেরিকোতে উপস্থিত হলে; আর জেরিকোর লোকেরা, আমোরীয়, পরিষীয়, কেনানীয়, হিট্টিয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সঙ্গে যুদ্ধ করলো, আর আমি তোমাদের হাতে তাদের অর্পণ করলাম।