ইউসা 24:24-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. তখন লোকেরা ইউসাকে বললো, আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদেরই সেবা করবো ও তাঁর হুকুম পালন করবো।

25. তাতে ইউসা সেই দিনে লোকদের সঙ্গে নিয়ম স্থির করলেন, তিনি শিখিমে তাদের জন্য বিধি ও অনুশাসন স্থাপন করলেন।

26. তারপর ইউসা ঐ সমস্ত কথা আল্লাহ্‌র শরীয়ত গ্রন্থে লিখলেন এবং একখানি বড় পাথর নিয়ে মাবুদের পবিত্র স্থানের নিকটবর্তী এলা গাছের তলে স্থাপন করলেন।

27. পরে ইউসা সমস্ত লোককে বললেন, দেখ, এই পাথরখানি আমাদের বিষয়ে সাক্ষী হবে; কেননা মাবুদ আমাদের যেসব কথা বললেন, তাঁর সেসব কথা এই পাথরখানি শুনল; অতএব এটাই তোমাদের বিষয়ে সাক্ষী হবে, পাছে তোমরা তোমাদের আল্লাহ্‌কে অস্বীকার কর।

ইউসা 24