40. কব্বোন, লহমম, কিৎলীশ,
41. গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।
42. লিব্না, এথর, আশন,
43. যিপ্তহ, অশনা, নৎসীব,
44. কিয়িলা, অক্সীব ও মারেশা; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।
45. ইক্রোণ এবং সেই স্থানের উপনগর ও সমস্ত গ্রাম;
46. ইক্রোণ থেকে সমুদ্র পর্র্যন্ত অস্দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।
47. অস্দোদ, তার উপনগর ও সমস্ত গ্রাম; গাজা তার উপনগর ও সমস্ত গ্রাম; মিসরের স্রোত ও মহাসমুদ্র ও তার সীমা পর্র্যন্ত।