ইউনুস 3:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে দ্বিতীয়বার মাবুদের কালাম ইউনুসের উপর নাজেল হল;

2. তিনি বললেন, তুমি উঠ, নিনেভেতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যা ঘোষণা করতে বলি, তা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর।

3. তখন ইউনুস মাবুদের কালাম অনুসারে নিনেভেতে গেলেন। নিনেভে আল্লাহ্‌র দৃষ্টিতে মহানগর, সেখানে তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে তিন দিন লাগত।

ইউনুস 3