আমোজ 1:12-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. অতএব আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করবো,তা বস্রার অট্টালিকাগুলো গ্রাস করবে।

13. মাবুদ এই কথা বলেন,অম্মোনীয়দের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তাদের দণ্ড নিবারণ করবো না;কেননা তারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করেছিল, যেন নিজেদের সীমা সম্প্রসারণ করতে পারে;

14. অতএব আমি রব্বার প্রাচীরে আগুন জ্বালাবো,তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে,যুদ্ধের দিনে সিংহনাদ হবে, ঘূর্ণিবাতাস দিনে প্রচণ্ড ঝটিকা হবে;

15. আর তাদের বাদশাহ্‌ ও তার কর্মকর্তারা একসঙ্গে নির্বাসনে যাত্রা করবে; মাবুদ এই কথা বলেন।

আমোজ 1