আইউব 9:17-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন,অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন।

18. তিনি আমাকে শ্বাস টানতে দেন না,বরং তিক্ততায় পরিপূর্ণ করেন।

19. যদি শক্তির প্রতিযোগিতা হয়, দেখ, তিনি শক্তিশালী,বিচারের কথা হলে, কে তাকে ডাকবে?

20. যদিও আমি ধার্মিক হই,আমার কথাই আমাকে দোষী করবে;যদিও আমি সিদ্ধ হই,তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।

21. আমি সিদ্ধ, আমি নিজেকে চিনি না,আমি আমার জীবনকে ঘৃণা করি।

22. সকলই তো সমান, তাই আমি বলি,তিনি সিদ্ধ ও দুর্জন উভয়কে সংহার করেন।

23. কশা যদি হঠাৎ মানুষকে মেরে ফেলে,তিনি নির্দোষের পরীক্ষার সময় হাসবেন।

24. দুনিয়াকে দুর্জনের হাতে তুলে দেওয়া হয়েছে,তিনি তার বিচারকর্তাদের মুখ আচ্ছাদন করেন,যদি না করেন, তবে এই কাজ কে করে?

আইউব 9