9. তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না,অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।
10. তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন,তিনি জনপদের উপরে পানি বহান।
11. তিনি নিচু অবস্থার লোকদেরকে উঁচু করেন,যারা শোকার্ত তাদের তিনি নিরাপদে রাখেন।
12. তিনি ধূর্তদের কল্পনা ব্যর্থ করেন,তাদের হাত সঙ্কল্প সাধন করতে পারে না।
13. তিনি জ্ঞানীদেরকে তাদের ধূর্ততায় ধরেন,কুটিলমনাদের মন্ত্রণা শীঘ্র বিফল হয়ে পড়ে।