1. পরে আইউব মাবুদকে জবাবে বললেন,
2. আমি জানি, তুমি সবই করতে পার;কোন সঙ্কল্প সাধন তোমার অসাধ্য নয়।
3. এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে?সত্যি আমি তা-ই বলেছি, যা বুঝি নি,যা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।
4. আরজ করি, নিবেদন শোন, আমি কিছু বলি;আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও।
5. আগে তোমার বিষয় শুনেছিলাম,কিন্তু সম্প্রতি আমার চোখ তোমাকে দেখল।
6. এজন্য আমি নিজেকে ঘৃণা করছি,ধুলায় ও ভস্মে বসে তওবা করছি।
7. আইউবকে এসব বলবার পর মাবুদ তৈমনীয় ইলীফসকে বললেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, কারণ আমার গোলাম আইউব যেমন বলেছে, তোমরা আমার বিষয়ে তেমন যথার্থ কথা বল নি।