আইউব 40:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও।

8. তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে?নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?

9. তোমার কি আল্লাহ্‌র মত বাহু আছে?তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?

10. তবে প্রাধান্যে ও মহত্বে বিভূষিত হও,গৌরব ও মহিমা পরিধান কর।

11. তোমার ভীষণ গজব ঢেলে দাও,প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর;

12. দেখামাত্র তার অহঙ্কার খর্ব কর,দুষ্টদেরকে স্ব স্ব স্থানে দলিত কর;

13. তাদেরকে একসঙ্গে ধূলিতে আচ্ছন্ন কর,গুপ্ত স্থানে তাদের মুখ বন্ধ কর।

14. তখন আমিও তোমার এই প্রশংসা করবো,তোমার ডান হাত তোমাকে বিজয়ী করতে পারে।

আইউব 40