8. আমি দেখেছি, যারা অধর্মরূপ চাষ করে,যারা অনিষ্ট বীজ বপন করে,তারা তা-ই কাটে।
9. তারা আল্লাহ্র ফুৎকারে বিনষ্ট হয়,তাঁর কোপের নিশ্বাসে ধ্বংস হয়ে যায়।
10. সিংহের গর্জন ও হিংস্র সিংহের হুঙ্কার রুদ্ধ হয়,যুব সিংহদের দাঁত ভেঙ্গে যায়।
11. খাদ্যের অভাবে পশুরাজ প্রাণত্যাগ করে,সিংহীর শাবকরা ছিন্নভিন্ন হয়।