আইউব 4:17-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. “আল্লাহ্‌র সম্মুখে কোন মানুষ কি ধার্মিক হতে পারে?নিজের নির্মাতার চেয়ে মানুষ কি খাঁটি হতে পারে?

18. দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না,তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন।

19. তবে যারা মাটির গৃহে বাস করে,যাদের গৃহের ভিত্তিমূল ধূলিতে স্থাপিত,যারা কীটের মত মর্দিত হয় তারা কি?তারা প্রভাত ও সন্ধ্যাবেলার মধ্যে চূর্ণ হয়;

20. তারা চিরতরে বিনষ্ট হয়,কেউ চিন্তা করে না।

21. তাদের অন্তরের দড়ি কি খোলা যায় না?তারা জ্ঞানহীন অবস্থায় ইন্তেকাল করে।”  

আইউব 4