আইউব 38:8-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. কে কবাট দিয়ে সমুদ্রকে রুদ্ধ করলো?যখন তা বের হল, দুনিয়ার গর্ভাশয় থেকে বের হল?

9. তৎকালে আমি মেঘকে তার বস্ত্র করলাম,ঘন অন্ধকারকে তার আচ্ছাদন করলাম;

10. আমি তার জন্য আমার বিধি নির্ধারণ করলাম,অর্গল ও কবাট স্থাপন করলাম,

11. বললাম, তুমি এই পর্যন্ত আসতে পার, আর নয়;এই স্থানে তোমার তরঙ্গের গর্ব নিবারিত হবে।

12. তুমি কি আজন্মকাল কখনও প্রভাতকে হুকুম দিয়েছ,অরুণকে তার উদয় স্থান জানিয়েছ;

13. যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে,আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়?

14. দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়,সকলই কাপড়ের মত প্রকাশ পায়;

15. দুষ্টদের থেকে আলো নিবারিত হয়,আর তাদের উঁচু বাহু ভেঙ্গে যায়।

আইউব 38