33. তুমি কি আকাশমণ্ডলের অনুশাসন জান?দুনিয়াতে তার কর্তৃত্ব কি নির্ধারণ করতে পার?
34. তুমি কি মেঘ পর্যন্ত তোমার ধ্বনি তুলতে পার?যেন অতিবৃষ্টি তোমাকে আচ্ছন্ন করে?
35. তুমি কি বিদ্যুৎগুলো পাঠালে তারা যাবে?তোমাকে কি বলবে, এই যে আমরা!
36. কে অন্তঃকরণকে জ্ঞান দিয়েছে?মনকে কে বুদ্ধি দিয়েছে?
37. কে প্রজ্ঞাবলে মেঘগুলোকে গণনা করতে পারে?আসমানের কুপাগুলো কে উল্টাতে পারে,
38. যাতে ধূলা দ্রবীভূত ধাতুর মত গলে যায়,ও মাটি জমাট বাঁধে?