11. বললাম, তুমি এই পর্যন্ত আসতে পার, আর নয়;এই স্থানে তোমার তরঙ্গের গর্ব নিবারিত হবে।
12. তুমি কি আজন্মকাল কখনও প্রভাতকে হুকুম দিয়েছ,অরুণকে তার উদয় স্থান জানিয়েছ;
13. যেন তা দুনিয়ার প্রান্ত সকল ধরে,আর দুষ্টদেরকে তা থেকে ঝেড়ে ফেলা যায়?
14. দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়,সকলই কাপড়ের মত প্রকাশ পায়;
15. দুষ্টদের থেকে আলো নিবারিত হয়,আর তাদের উঁচু বাহু ভেঙ্গে যায়।