10. আল্লাহ্র নিশ্বাস থেকে নীহার জন্মে,এবং বিস্তারিত পানি সঙ্কুচিত হয়ে পড়ে।
11. এছাড়া, আল্লাহ্ ঘন মেঘ পানিতে পূর্ণ করেন,তাঁর বিদ্যুতের মেঘ বিস্তার করেন।
12. তাঁর পরিচালনায় তা ঘোরে,যেন তারা তাঁর হুকুম অনুসারে কাজ করে,সমস্ত ভূমণ্ডলেই যেন করে।
13. তিনি কখনও শাস্তির জন্য,কখনও নিজের দেশের জন্য,কখনও বা দয়ার জন্য এসব ঘটান।
14. হে আইউব, আপনি এতে কান দিন,স্থির থাকুন, আল্লাহ্র অলৌকিক সমস্ত কাজ বিবেচনা করুন।