30. আল্লাহ্বিহীন লোক যেন রাজত্ব না করে,লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে।
31. কেউ কি আল্লাহ্কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি,আর গুনাহ্ করবো না,
32. যা দেখতে পাই না, তা আমাকে শেখাও;যদি অন্যায় করে থাকি, আর করবো না?
33. তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে,আপনি তা অগ্রাহ্য করলেন?মনোনীত করা আপনার কাজ, আমার নয়;অতএব আপনি যা জানেন, বলুন।