আইউব 33:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না,আমার ভার আপনার দুর্বহ হবে না।

8. আপনি আমার কর্ণগোচরেই কথা বলেছেন,আমি আপনার কথার আওয়াজ শুনতে পেয়েছি,

9. “আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই;আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই;

10. দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন,আমাকে আপনার দুশমন গণনা করেন;

11. তিনি আমার পা শিকল দিয়ে বেঁধেছেন,আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।”

আইউব 33