আইউব 33:15-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে,যখন মানুষেরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, বিছানায় সুখনিদ্রা যায়,

16. তখন তিনি মানুষের কান খুলে দেন,সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান,

17. যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন,যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন।

18. তিনি কূপ থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।

19. সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়,তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়,

20. আহারেও তার জীবনের রুচি হয় না,সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না,

21. তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়,তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে।

আইউব 33