9. আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হয়ে থাকে,প্রতিবেশীর দরজার কাছে যদি আমি লুকিয়ে থাকি,
10. তবে আমার স্ত্রী পরের জন্য যাঁতা পেষণ করুক,অন্য লোকে তাকে ভোগ করুক!
11. কেননা তা জঘন্য কাজ,তা বিচারকর্তাদের কর্তৃক দণ্ডনীয় অপরাধ;
12. তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন,তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো।
13. আমার গোলাম বা বাঁদী আমার কাছে অভিযোগ করলে,যদি তাদের বিচারে অবহেলা করে থাকি,
14. তবে আল্লাহ্ উঠলে আমি কি করবো?তিনি প্রশ্ন করলে তাঁকে কি জবাব দেব?