আইউব 31:31-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

31. আমার তাঁবুর লোকে কি বলতো না,কোন্‌ ব্যক্তি ওর দেওয়া মাংসে তৃপ্ত হয় নি?

32. কোনও বিদেশী পথে রাত যাপন করতো না,কারণ পথিকদের জন্য আমি দরজা খুলে রাখতাম।

33. আমি কি অন্য মানুষের মত আমার অধর্ম ঢেকেছি?আমার অপরাধ কি বক্ষস্থলে লুকিয়েছি?

34. আমি কি মহৎ জনসমাজকে ভয় করতাম?গোষ্ঠীগুলোর তুচ্ছতায় কি উদ্বিগ্ন হতাম?আমি কি নীরব থাকতাম,দ্বারের বাইরে যেতাম না?

35. হায় হায়! কেউ কি আমার কথা শোনে না?এই দেখ, আমি যা বলছি তা সত্যি;সর্বশক্তিমান আমাকে উত্তর দিন,আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।

আইউব 31