আইউব 3:23-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না,তার চারদিকে আল্লাহ্‌ বেড়া দিয়েছেন।

24. আমার হাহাকার আমার খাবার তুল্য হচ্ছে,আমার আর্তনাদ পানির মত ঢালা যাচ্ছে।

25. আমি যা ভয় করি, তা-ই আমার ঘটেযার আশঙ্কা করি, তা-ই উপস্থিত হয়।

26. আমার শান্তি নেই, বিরাম নেই, বিশ্রাম নেই;কেবলমাত্র উদ্বেগ উপস্থিত হয়।

আইউব 3