আইউব 29:9-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. নেতৃবর্গ কথা বলা থেকে নিবৃত্ত হতেন,নিজ নিজ মুখে হাত দিয়ে থাকতেন;

10. বড় লোকেরা অবাক হয়ে থাকতেন,তাঁদের জিহ্বা তালুতে লেগে থাকতো;

11. আমার কথা শুনলে লোকে আমার সাধুবাদ করতো,আমাকে দেখলে তারা আমার পক্ষে সাক্ষ্য দিত।

12. কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে,এবং এতিম ও অসহায়কে উদ্ধার করতাম।

13. হতভাগ্য লোকের দোয়া আমার উপরে বর্তিত;আমি বিধবার চিত্তকে আনন্দগান করাতাম।

14. আমি ধার্মিকতা পরতাম,আর তা পরতো আমাকে;আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।

আইউব 29