আইউব 29:7-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. আমি নগরের দিকে গিয়ে তোরণদ্বারে উঠতাম,চকে আমার আসন প্রস্তুত করতাম,

8. যুবকেরা আমাকে দেখে লুকাত,বৃদ্ধেরা উঠে দাঁড়াতেন;

9. নেতৃবর্গ কথা বলা থেকে নিবৃত্ত হতেন,নিজ নিজ মুখে হাত দিয়ে থাকতেন;

10. বড় লোকেরা অবাক হয়ে থাকতেন,তাঁদের জিহ্বা তালুতে লেগে থাকতো;

11. আমার কথা শুনলে লোকে আমার সাধুবাদ করতো,আমাকে দেখলে তারা আমার পক্ষে সাক্ষ্য দিত।

12. কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে,এবং এতিম ও অসহায়কে উদ্ধার করতাম।

13. হতভাগ্য লোকের দোয়া আমার উপরে বর্তিত;আমি বিধবার চিত্তকে আনন্দগান করাতাম।

14. আমি ধার্মিকতা পরতাম,আর তা পরতো আমাকে;আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।

15. আমি অন্ধের চোখ ছিলাম,আমি খঞ্জের পা ছিলাম।

16. আমি দীনহীনের পিতা ছিলাম;যাকে না জানতাম, তারও বিচারের তদন্ত করতাম;

17. আমি অন্যায়কারীর চোয়াল ভেঙ্গে ফেলতাম,তার দাঁত হতেই শিকার উদ্ধার করতাম।

18. তখন বলতাম, আমি নিজের বাড়ি মধ্যে মরবো;আমার দিন বালুকণার মত বহুসংখ্যক হবে।

19. পানির ধারে আমার মূল বিস্তৃত হয়,সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,

আইউব 29