আইউব 28:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. সোনা ও কাচ তার সমান হতে পারে না,তার পরিবর্তে সোনার পাত্র দেওয়া হবে না।

18. তার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না,পদ্মরাগমণির মূল্যের চেয়েও প্রজ্ঞার মূল্য বেশী।

19. ইথিওপিয়া দেশের পীতমণিও তার সমান নয়,খাঁটি সোনাও তার সমতুল্য হয় না।

20. অতএব প্রজ্ঞা কোথা থেকে আসে?সুবিবেচনার স্থানই বা কোথায়?

21. তা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত,তা আসমানের পাখির অদৃশ্য।

22. বিনাশ ও মৃত্যু বলে,আমরা স্বকর্ণে তার কীর্তি শুনেছি।

আইউব 28