আইউব 24:13-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. তারা আলোর বিরুদ্ধে বিদ্রোহীদের দলভুক্ত,তারা তার গতি জানে না,তারা তার পথে থাকে না।

14. হত্যাকারী খুব ভোরে উঠে,দুঃখী ও দীনহীনকে মেরে ফেলে,রাতের বেলায় সে চোরের সমান হয়।

15. জেনাকারীর চোখও সন্ধ্যাবেলার অপেক্ষা করে;সে বলে, কারো চোখ আমাকে দেখতে পাবে না;আর সে নিজের মুখ আচ্ছাদন করে।

16. তারা অন্ধকারে লোকের বাড়িতে সিঁধ কাটে,দিবালোকে তারা লুকিয়ে থাকে;তারা আলো জানে না।

17. প্রাতঃকাল তাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার মতকারণ তারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।

18. এই রকম লোক স্রোতের বেগে চালিত ঘাসের মত;দেশে তাদের অধিকার শাপগ্রস্ত হয়,তারা আর আঙ্গুর-ক্ষেতের পথে বিহার করে না।

19. অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন বরফ-গলা পানিকে,পাতাল তেমনি গুনাহ্‌গারদেরকে হরণ করে।

আইউব 24