6. তিনি কি তাঁর মহাপরাক্রমে আমার সঙ্গেউত্তর প্রত্যুত্তর করবেন?না, তিনি আমার প্রতি মনোযোগ দেবেন।
7. সেখানে সরল লোক তার সঙ্গে বিচার করতে পারে,এবং আমি আমার বিচারকর্তা থেকে চিরতরে উদ্ধার পেতে পারি।
8. দেখ, আমি অগ্রসর হই, কিন্তু তিনি সেখানে নেই,পিছনের দিকে যাই, তাঁকে দেখতে পাই না;
9. বামদিকে যাই, যখন তিনি কাজ করেন,কিন্তু তাঁর দর্শন পাই না;তিনি ডান দিকে নিজেকে গোপন করেন,আমি তাঁকে দেখতে পাই না।