1. পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,
2. মানুষ কি আল্লাহ্র উপকারী হতে পারে?বরং বিবেচক নিজেরই উপকারী হয়।
3. তুমি ধার্মিক হলে কি সর্বশক্তিমানের আনন্দ হয়?তুমি সিদ্ধ আচরণ করলে কি তাঁর লাভ হয়?
4. তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন,সেজন্য কি তোমার সঙ্গে বিচারে প্রবৃত্ত হন?
5. তোমার দুষ্কর্ম কি বিস্তর নয়?তোমার অপরাধের সীমা নেই।
6. তুমি অকারণে নিজের ভাইয়ের কাছ থেকে বন্ধক নিতে,তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করতে।
7. তুমি পরিশ্রান্তকে পান করতে পানি দিতে না,ক্ষুধিতকে আহার দিতে অস্বীকার করতে।
8. কিন্তু দেশ বলবান লোকেরই অধিকার ছিল,সম্মানের পাত্রই তাতে বাস করতো।