আইউব 21:21-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. কারণ যখন তার মাসের সংখ্যা শেষ হবে,তখন নিজের ভাবী কুলে তার কি সন্তোষ থাকবে?

22. কেউ কি আল্লাহ্‌কে জ্ঞান শিক্ষা দেবে?তিনি তো ঊর্ধ্ববাসীদেরও শাসন করেন।

23. কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে,সব রকম বিশ্রাম ও শান্তি থাকতে মরে।

24. তার সমস্ত ভাণ্ড দুধে পরিপূর্ণ,তার অস্থির মজ্জা সতেজ থাকে।

25. আর কেউ বা প্রাণে তিক্ত হয়ে মরে,মঙ্গলের আস্বাদ পায় না।

26. এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়,উভয়ে কীটে আচ্ছন্ন হয়।

27. দেখ, আমি তোমাদের সমস্ত চিন্তা জানি,আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সমস্ত সঙ্কল্প জানি।

28. তোমরা বলছো, “সেই ভাগ্যবানের বাড়ি কোথায়?সেই দুর্জনদের বসতির তাঁবু কোথায়?”

আইউব 21